কলকাতা: রাজ্য সরকার সারদা কান্ডে দোষীদের আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য অভিষেক মনু সিংভি।
তিনি বলেন, রাজ্যে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে আর এই প্রতিটি দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসক দল তৃমূল কংগ্রেসের।
মনু সিংভি বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা সুপ্রিম কোর্টে সারদার সি বি আই তদন্তে আপত্তি জানাচ্ছে।
তিনি বলেন, সব ক্ষেত্রে বিশেষ করে শিক্ষায় রাজ্য পিছিয়ে পড়ছে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘টেট দুর্নীতি’ নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন মনু সিংভি।
তৃনমূল কংগ্রেস স্বচ্ছতার মুখোশ পড়েছে অভিযোগ করে সাংবাদিকদের তিনি দাবি করেন, সারদার ২ হাজার ৬০০ কোটি রুপির দুর্নীতির সঙ্গে তৃনমূলের অনেকেই জড়িত আছেন।
তিনি বলেন, তৃনমূলের এক সাবেক সাংসদ জেলে, একজন তৃনমূল প্রার্থীকে নোটিশ দিয়েছে এনফোর্মমেন্ট ডিরেক্টরেট, এরপরও কেন সি বি আই তদন্ত আটকাতে চাইছে রাজ্য সরকার?
এদিন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিও তিনি ছিলেন যথেষ্ট আক্রমণাত্মক, তার নিশানা থেকে বাদ যায়নি বিগত বামফ্রন্ট সরকারও।
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪