কলকাতা: সারদা‘র আর্থিক কেলেংকারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তুলাধুনা করলো কংগ্রেস। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম শনিবার দিল্লিতে এক সভায় প্রশ্ন তুললেন, সারদায় ক্ষতিগ্রস্তদের থেকে অভিযুক্তদের নিয়ে বেশি চিন্তিত কেন মমতা ?
অপরদিকে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভির মতে, টিএমসি মানে এখন তৃণমূল মডেল চিট।
এদিকে লোকসভা ভোটের মুখে ইডি‘র তত্পরতা নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেটারও জবাব দিলেন চিদম্বরম।
চিদম্বরমকে একধাপ এগিয়ে সারদাকাণ্ড নিয়ে রীতিমতো তোপ দাগলেন মনু সিংভি। তার দাবি, যেখানেই দুর্নীতি সেখানেই যুক্ত হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের নাম। তৃণমূল কংগ্রেসের নামটাও বদলে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।
অপরদিকে আমেথি’তে দাদা রাহুল গান্ধীর হয়ে প্রচারে গিয়ে বিজেপিকে একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তার দাবি, এলাকার মানুষ বাস্তব আর নাটকের মধ্যে ফারাক করতে জানেন।
তিনি বলেন, যারা রাহুলের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তারা কেউই আমেথিকে ভালবেসে প্রার্থী হননি। স্রেফ রাহুলের বিরোধিতা করাই তাদের উদ্দেশ্য।
অন্যদিকে, গুজরাটের আমরেলিতে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুলের অভিযোগ, মোদীর ধাক্কায় বিজেপির অন্য সব প্রথম সারির নেতারা আশেপাশে ছিটকে গিয়েছেন।
শনিবার অমেথিতে প্রচারে গিয়ে এলাকার উন্নয়নে রাহুলের উদ্যোগের তালিকা তুলে ধরার পাশাপাশি তোপ দাগলেন বিজেপির দিকেও। বললেন, মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪