ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সততা নিয়ে প্রশ্ন, মোদীকে তীব্র আক্রমণ তৃণমূলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
মমতার সততা নিয়ে প্রশ্ন, মোদীকে তীব্র আক্রমণ তৃণমূলের

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির টাকা নিয়ে নরেন্দ্র মোদীর আক্রমণের কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। ছবি বিক্রি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ের স্বচ্ছতা নিয়ে শ্রীরামপুরের জনসভায় প্রশ্ন তোলেন মোদী।

সেই প্রশ্নেরই জবাব দিতে সোমবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায়, সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

মুকুল রায় বলেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, যেটা নির্বাচন আইনের পরিপন্থী। তিনি শালীনতার সীমা লঙ্ঘন করেছেন। তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

প্রসঙ্গত সারদার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ নিয়েও রোববার নির্বাচনী জনসভায় তোপ দেগেছিলেন নরেন্দ্র মোদী।

মুকুল রায় নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেন গুজরাটের দাঙ্গার রক্ত লেগে আছে নরেন্দ্র মোদীর হাতে। এ সময় তিনি ইউনাইটেড ট্রাস্ট অফ ইন্ডিয়ার আর্থিক তছরুপের সঙ্গে বিজেপির যোগসূত্রের প্রসঙ্গ টেনে আনেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের সুরে সুর মিলিয়ে মুকুল রায় বলেন বিজেপি এবং সিপিএম এক সঙ্গে কাজ করছে।

মুকুল রায়ের বক্তব্যের সমর্থনে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন একটি ছবি ১ কোটি ৮০ লক্ষ রুপিতে বিক্রি হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ছবি দান করেছেন তৃণমূলের মুখপত্র “জাগো বাঙলা” পত্রিকাকে। পত্রিকা তার সমস্ত হিসাব দাখিল করেছে আয়কর বিভাগসহ প্রয়োজনীয় সব দপ্তরে।

অমিত মিত্র বলেন সরকারের থেকে মাইনে নেন না মুখ্যমন্ত্রী, ব্যবহার করেন না সরকারি কোন গাড়ি, এ ধরনের একজন মানুষের বিরুদ্ধে কুৎসা করে অত্যন্ত অন্যায় করেছেন নরেন্দ্র মোদী। তিনি সাংবাদিকদের সামনে তৃণমূল কংগ্রেসের ইশতেহার পড়ে শুনিয়ে তাদের দাবি মত সরকারি টাকায় রাজনৈতিক দলগুলোর নির্বাচন পরিচালনা করার কথা বলেন। তিনি বলেন প্রয়োজন পড়লে মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে।

সাংবাদিকদের তরফে ছবি বিক্রির হিসাব প্রকাশ্যে আনার প্রশ্ন কিছুটা উত্তেজিত হয়ে মুকুল রায় বলেন, এটি অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে বিশেষ কিছু বলতে তিনি অস্বীকার করেন। অপর দিকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাট্য কর্মী অর্পিতা ঘোষকে সোমবার আবার জেরা করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট(ইডি)।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।