কলকাতা: অপরাধীরা কোনো ভাবেই ছাড়া পাবে না এদের সুষ্ঠু বিচার হবে, সারদা কেলেঙ্কারি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতি এভাবেই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের শিল্প-বাণিজ্য ও বস্ত্র-শিল্প মন্ত্রী আনন্দ শর্মা।
সোমবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সারদা কেলেঙ্কারি মামলার বিভিন্ন স্তরে রাজ্যের ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতানেত্রীর নাম এসেছে। তাই আমি এই মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
একদিকে নরেন্দ্র মোদী আর অন্যদিকে আনন্দ শর্মা-এর জোড়া আক্রমণে সারদা নিয়ে আগামী দিনে বিরোধী পক্ষ তৃণমূল সরকারকে বেশ চাপের মুখেই ফেলবে সে কথা বলাই বাহুল্য।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪