ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার আঁকা ছবি কেনেননি, দাবি সারদা কর্তা সুদীপ্তের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
মমতার আঁকা ছবি কেনেননি, দাবি সারদা কর্তা সুদীপ্তের সুদীপ্ত সেন

কলকাতা: মমতা বন্দোপাধ্যায়ের আঁকা ছবি কে বা কারা কিনেছিলেন সেটা নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি ঠিক সেই সময় মুখ খুললেন সারদা প্রতারণা মামালার প্রধান অভিযুক্ত সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। তিনি জানালেন তিনি বা সারদা গোষ্ঠী মুখ্যমন্ত্রীর আঁকা কোন ছবি কেনেননি।



প্রতারিতদের টাকা ফেরত দেবার জন্য তৈরি বিচারপতি শ্যামল সেন কমিশনে হাজিরা দিয়ে বের হবার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুদীপ্ত সেন এ কথা জানান।

সারদা গোষ্ঠীর দুটি সংবাদপত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি শ্যামল সেন কমিশন সেই বিষয়ে নিজের মতামত জানাতে কমিশনে হাজির হয়েছিলেন সুদীপ্ত সেন। তিনি কমিশনকে জানান পত্রিকাগুলো বিক্রি করলে তার কোন আপত্তি নেই।

যদিও সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রীর ছবি কেনার কথা অস্বীকার করেছেন কিন্তু ইতোমধ্যেই একজন অপরাধীর কথা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে  রাজনৈতিক মহলে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।