কলকাতা: নরেন্দ্র মোদি বাংলাদেশের নাগরিকদের নিয়ে কোনো ধরনের খারাপ বা বিরূপ মনোভাব করেননি বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা।
মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মোদি কখনই বাংলাদেশিদের সম্পর্কে কোনো বিদ্বেষমূলক মন্তব্য করেননি। মূলত তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
তিনি বলেন, নরেন্দ্র মোদি শুধুমাত্র ভারতে অনুপ্রবেশ সমস্যার কথা বলতে চেয়েছেন। মোদি বলতে চেয়েছেন রাজ্যের তৃণমূল সরকার ভোট ব্যাংকের কথা ভেবে অনুপ্রবেশ সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখছেন না। বাংলাদেশ থেকে যেসব উদ্বাস্তু ভারতে আসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেন মোদি।
রাহুল সিনহা বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষ এবং সার্বভৌমতের প্রতি যথেষ্ট ভালোবাসা ও সম্মানবোধ আছে নরেন্দ্র মোদির। বিজেপি সবসময়ই প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কে আগ্রহী। বাংলাদেশের মানুষ জানেন তিস্তার পানি বন্টন চুক্তিতে কে বাধা দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলেন নেতারা নরেন্দ্র মোদিকে ভারত ও বাংলাদেশের মানুষের কাছে যতই ছোট করার চেষ্টা করুক এতে মোদির জনপ্রিয়তায় ভাটা পড়বে না বলেও তিনি মন্তব্য করেন।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের একটি জনসভায় বাংলাদেশ নিয়ে করা নরেন্দ্র মোদির কিছু বক্তব্য নিয়ে বাংলাদেশেও যেমন বিতর্কের ঝড় উঠে ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও শুরু হয় সমালোচনা। আর এই সমালোচনায় সৃষ্ট সমস্যা দূর করতেই মূলত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪