কলকাতা: উড়িষ্যারাজ্য কলকাতা সংলগ্ন। স্বাভাবিক রেলে যেতে সময় লাগে ১০ ঘণ্টা।
এমন পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসন মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন৷ স্কুল-কলেজে আগামী ১ মে থেকে ছুটি ঘোষণা করা হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর৷
উড়িষ্যা রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ৷ প্রচণ্ড সূর্যের তেজে জ্বলে যাচ্ছে দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যটি৷ তাপমাত্রা ছুঁয়েছে করেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷ সবথেকে বেশি গরম অনুভূত হয়েছে রাজধানী ভুবনেশ্বরসহ তিতলাগড়, তালচের, সম্বলপুর ও ঝাড়সুগুদায়৷
বেলা বাড়লেই মাথার উপর গনগনে সূর্য৷ তার তেজে রাস্তাঘাটে লোকজনের সংখ্যাও কম৷ গুটিকয়েক লোকজন দেখা গেলেও মাথায় ছাতা ও চোখে রোদচশমা৷ তাপপ্রবাহের জেরে অনেকের মাথায় আবার উঠেছে স্কার্ফও৷
‘গরম' সামলাতে রাজ্য প্রশাসন জরুরি বৈঠকে বসেন৷ দফায় দফায় চলেছে সেই বৈঠক৷ তাপপ্রবাহের জেরে রাজ্যের প্রতিটি স্কুলে আগামী ১ মে ও কলেজে ৯ মে থেকে ছুটি ঘোষণা করা হয়েছে৷ এদিকে দুপুর ১১ টা থেকে বেলা তিনটে পর্যন্ত ‘নন-এসি' বাস না চালানোর ব্যাপারে প্রশাসনের তরফে নির্দেশ জারি করা হয়েছে৷
প্রচণ্ড গরমে সমস্যায় পড়তে পারেন হৃদরোগীরা৷ তাঁদের কথা ভেবে উড়িষ্যা রাজ্য সরকার প্রতিটি জেলা হাসপাতালের সদর দফতরে হৃদরোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে৷
গরমে গোদের ওপর বিষফোড়া পানীয় জলের সংকট৷ দোসর বিদ্যুত্ সঙ্কট৷ চাহিদা অনুযায়ী বিদ্যুতের জোগান ঠিকমতো না হওয়ায় উড়িষ্যা রাজ্যর বিভিন্ন জায়গায় প্রকট আকার ধারণ করেছে বিদ্যুত্ সঙ্কট৷ মাঝেমধ্যেই চলে যাচ্ছে বিদ্যুৎ৷ মিলছে না পানীয় জল৷ ফলে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে উড়িষ্যা রাজ্যবাসীকে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪