ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ প্রীতির অভিনয় করছেন মমতা

ভাস্কর সরদার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ৫, ২০১৪
বাংলাদেশ প্রীতির অভিনয় করছেন মমতা ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

কলকাতা: বাংলাদেশ প্রীতির মিথ্যে অভিনয় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি মোদীর বিরুদ্ধে কথা বললেও তিস্তা চুক্তির সময় তিনিই বেঁকে বসেছিলেন।

তাই তার মুখে বাংলাদেশ প্রীতির কথা মানায় না, প্রচারে বেরিয়ে বাংলানিউজকে জানালেন দক্ষিণ কলকাতার বামফ্রন্ট প্রার্থী, সিপিএম নেত্রী ড. নন্দিনী মুখ্যার্জি।

তিনি আরও বলেন বিগত দিনে প্রয়াত জ্যোতি বসু বাংলাদেশের প্রতি তার নিখাদ ভালবাসার জন্য তিস্তা চুক্তি নিয়ে সচেষ্ট হয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলাদেশ প্রীতি শুধু মাত্র ভোট রাজনীতির কারণে।  

আর মাত্র ৭ দিন বাকি নির্বাচনের। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত প্রচারের পারদ ক্রমেই চড়ছে। তবে কয়েক পশলা বৃষ্টি হওয়ায় আবহাওয়া মনোরম। আকাশে জমা মেঘ আর মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি বৈশাখি দহনকে অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে। তাই সকাল থেকেই প্রচারের ময়দানে প্রার্থীরা।

জয়ী হলে কি কি দাবি তিনি লোকসভায় জানাবেন,এই প্রশ্নের উত্তরে ড. নন্দিনী বাংলানিউজকে জানান, সাধারণ এবং গরীব মানুষের উন্নয়ন তার দলের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, কেন্দ্রে আমরা এমন সরকার চাই যারা শুধু বিত্তশালী আর বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের নয় সাধারণ মানুষের স্বার্থ দেখবে। যারা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে, মূল্যবৃদ্ধি রোধ করতে সক্ষম হবে, বেকারদের হাতে কাজ তুলে দিতে সফল হবে।

তিনি আরও বলেন ভারত ধর্মনিরপেক্ষ দেশ তাই এমন সরকার চাই যারা দাঙ্গা রোধ করবে এবং দাঙ্গাকারীদের শাস্তি দেবে।

পশ্চিমবঙ্গের বিষয়ে তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন কেন্দ্রের সরকারকে পশ্চিমবঙ্গে চলা দুর্নীতি বন্ধ করতে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক বলে পরিচিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন করলে তিনি বিশাল মিছিলের দিকে দেখিয়ে বলেন শুধু দক্ষিণ কলকাতা নয় গোটা রাজ্যেই ভাল ফল করবে বামফ্রন্ট।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ৫ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।