কলকাতা: আসমে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পদত্যাগ দাবি করেছে পশ্চিমবঙ্গের ‘সারা বাঙলা সংখ্যালঘু যুব ফেডারেশন’।
সোমবার সকালে কলকাতার আসাম ভবনে উপস্থিত হয়ে রাজ্যপালের উদ্দেশ্যে এ সংশ্লিষ্ট একটি স্মারক লিপি জমা দেয় সংগঠনটির নেতারা।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে বোড়ো জঙ্গিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী পদত্যাগ, বোড়ো ল্যান্ড কাউন্সিল চুক্তি বাতিল, সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের ত্রাণ এবং ক্ষতিপূরণ প্রদানসহ ৭ দফা দাবি করা হয়।
এ সময় সংগঠনটির নেতারা জানান, আসামে এই সাম্প্রদায়িক হামলায় তারা গভীর শোকাহত।
তারা এর তীব্র নিন্দা প্রকাশ করেন। সেই সঙ্গে তারা বোড়ো ল্যান্ড কাউন্সিল চুক্তি দ্রুত বাতিলের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ৫, ২০১৪