কলকাতা: ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনের অষ্টম দফা ভোটগ্রহণ ৭ মে বুধবার অনুষ্ঠিত হবে।
পশ্চিমবঙ্গের নিরিখে এটি চতুর্থ দফার নির্বাচন।
পশ্চিমবঙ্গের মোট ৬টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এগুলো হচ্ছে হোল পুরুলিয়া, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চতুর্থ দফার ভোটে পশ্চিমবঙ্গের প্রতিটি বুথে বাধ্যতামূলক ক্যামেরা বসানো হবে। তৃতীয় দফার নির্বাচনে শাসক দলের সন্ত্রাস নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিরোধী দলগুলো।
নির্বাচনে বিশেষ পরিদর্শকের অপসারণও তাদের দাবি ছিল। এর ফলেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে সোমবার বিকেলে শেষ হয়েছে নির্বাচনী প্রচার।
বুধবার পশ্চিমবঙ্গে যে সব প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে তাদের মধ্যে মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনসহ বাবুল সুপ্রিয়র মতো প্রার্থীরা রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ০৬, ২০১৪