কলকাতা : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ের বিরোধী নয় । তবে বিজেপি চায় ছিটমহল বিনিময় হোক জনসংখ্যা, এবং প্রয়োজনীয় প্রতিটি বিষয়ের বিচার বিশ্লেষণ করে।
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বিজেপি যথেষ্ট সরব হলেও ছিটমহল বিনিময় নিয়ে তারা সরব নয় কেন? বাংলানিউজের এমন প্রশ্নের জবাবে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতিরি সদস্য তথাগত রায় এসব কথা বলেন।
অপর একটি প্রশ্নের উত্তরে তথাগত রায় জানান, নরেন্দ্র মোদীর ভাষণের একটি বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে তাকে সমালোচনা করছেন তৃনমূল কংগ্রেস এবং কংগ্রেস। নরেন্দ্র মোদী কখনই শরণার্থীদের বাংলাদেশে পাঠিয়ে দেবেন এমন কথা বলেননি। তিনি বলেছেন বেআইনি অনুপ্রবেশকারীদের ফেরৎ পাঠানো হবে।
তিনি আরও বলেন,‘মমতা বন্দ্যোপাধ্যায় যে কুৎসিত ভাষা প্রয়োগ করছেন তার সমালোচনা করার ভাষা তিনি জানেন না। ’ এই বিষয়ে তিনি কংগ্রেস নেতা ও রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীরও সমালোচনা করেন। ’
পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফলাফল করবে কিনা জানতে চাইলে তথাগত রায় বলেন , ‘আমরা যথেষ্ট আশাবাদী। ’
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ৬ মে , ২০১৪