ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমাবেশ ও মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ৬, ২০১৪
কলকাতায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমাবেশ ও মিছিল ছবি: সংগৃহীত

কলকাতা: বাংলাদেশের নাগরিকরা ভারতে অনুপ্রবেশ করছে নরেন্দ্র মোদীর এমন মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে পশ্চিমবঙ্গ তৃণমূলের সমর্থক সুশিল সমাজের ব্যাক্তিরা।

মঙ্গলবার কলকাতার কলেজ স্কয়ার এলাকা থেকে ধর্মতলা পর্যন্ত এ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়।



এতে উপস্থিত ছিলেন গায়ক দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়, থিয়েটার অভিনেত্রী শাঁওলি মিত্র, চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, চিত্র শিল্পী সুভাপ্রসন্ন, কবি সুবোধ সরকারসহ বেশ কয়েকজন সুশিল সমাজের ব্যাক্তিরা।

এ সময় তারা বলেন, নরেন্দ্র মোদীকে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে  হবে।

তারা অভিযোগ করে বলেন, বাংলায়-বাংলায়, জাতিতে-জাতিতে বিভেদের রাজনীতি করছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী শত চেষ্টা করলেও এই সম্প্রতির পরিবেশ নষ্ট করতে পারবেন না।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ০৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।