কলকাতা: পশ্চিমবঙ্গে চতুর্থ দফা লোকসভা নির্বাচনে বুথ দখল, ছাপ্পা ভোট, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার না করা, জোর করে নির্বাচনি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
বুধবার তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে কমিশন।
যদিও সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।
ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআই-এম) এর শীর্ষ নেতা বিমান বসু অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের ৬টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বুথ দখল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
সংবাদ সম্মেলনে তিনি সরাসরি পুলিসের পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগও করেন।
সিপিআই-এম সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরির নেতৃত্বে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে যাবে বাম দলের নেতারা।
বিকেল ৩টা পর্যন্ত পশ্চিমবঙ্গে গড়ে ৭৩ শতাংশ ভোট পরেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ৭ মে , ২০১৪