কলকাতা: ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রতিভাবান এক তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গ অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই প্রতিভার সন্ধান পান।
গণেশ ডোম নামে এই ক্রিকেটার পশ্চিমবঙ্গের আসানসোল এলাকার একটি শ্মশানে বসবাস করেন। অত্যন্ত গরীব অথচ প্রতিভাবান এই খেলোয়াড় শ্মশানে কুড়িয়ে পাওয়া কাঠের টুকরো দিয়ে ব্যাট বানিয়ে ক্রিকেট খেলা শুরু করেন।
খেলায় প্রতিভার স্বাক্ষর রাখায় গণেশ ডোমকে অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ ২৫ হাজার রুপি এবং স্মারক তুলে দেওয়া হয়। এসময় ব্যাডমিন্টন খেলোয়াড় শেশাদ্রি স্যান্যাল, সাঁতারু সায়নী ঘোষকেও সমপরিমাণ রুপি এবং স্মারক তুলে দেওয়া হয়।
প্রতিভাবান গণেশ ডোমের সঙ্গে পরিচয় হওয়ার পর সৌরভ গাঙ্গুলি তাকে নিজের বাড়িতে আসতে বলেন। তিনি গণেশকে খেলার সরঞ্জাম এবং প্রয়োজনীয় সমস্ত সাহায্যেরও প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সৌরভ বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলার আরও প্রসার হওয়া দরকার। অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশন কাবাডির বাইরেও বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবান খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবার যে প্রয়াস নিয়েছে তা প্রশংসার দাবিদার।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ০৭, ২০১৪