ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে বিরোধ সৃষ্টি করছেন মোদী

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ৮, ২০১৪
বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে বিরোধ সৃষ্টি করছেন মোদী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী বিরোধ তৈরি করছেন বলে অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির এক নেতা। এটি মোদীর সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন তিনি।



তার নাম হিরু যাদব। তিনি ভারতের উত্তর প্রদেশের মোলায়েম সিং যাদবের সমাজবাদী পার্টির বারানসি মহানগর সচিব।

বুধবার জৌলুসহীন নিজ কার্যালয়ে বসে বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি নিজ দলের অবস্থানও ব্যাখ্যা করেন।

হিরু যাদব বলেন, সারা দেশে আসন সংখ্যায় বিজেপিকে হারাতে উত্তর প্রদেশের শাসকদল সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গেও জোট গড়তে পারে। তবে সে সিদ্ধান্ত হবে নির্বাচনের ফলাফলের পর।

তিনি বলেন, বিজেপির মত সাম্প্রদায়িক দল ও মোদীর মত হিন্দুত্ববাদী নেতাকে ঠেকাতে যা প্রয়োজন হয় তাই করবে তার দল।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোদী শুধু প্রতিবেশী বাংলাদেশ সম্পর্কেই নয়, অন্যান্য প্রতিবেশী দেশ নিয়েও তিক্ত মন্তব্য করেছেন। যার ফলে তাদের সঙ্গে একটা বৈরী সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। এটিই আরএসএস (যে হিন্দুত্ববাদী দল থেকে মোদী বিজেপিতে যোগ দিয়েছেন) এর মূল বৈশিষ্ট্য।
 
হিরু যাদব বলেন, বারানসির মত পুরো ভারতে হিন্দু-মুসলিম সহাবস্থানে বাস করছে। সে সম্পর্ক তিক্ত করে তুলছেন নরেন্দ্র মোদী। তাই তাকে হটাতে অন্যান্য দলগুলো যা করবে তাদের পাশে থাকবে সমাজবাদি পার্টি।

তিনি বেশ জোর দিয়ে বলেন, উত্তর প্রদেশ সরকার গঠন করার জন্য গুরুত্বপুর্ণ একটি প্রদেশ।
ফলে বিজেপি যদি ১৫০টি আসন পায়, সেক্ষেত্রে এখানকার আঞ্চলিকদলগুলোর আশ্রয় নিতে হবে দলটিকে। আর আমি জোর দিয়ে বলতে পারি, এ অঞ্চলের বহুজন সমাজ পার্টিসহ কোন আঞ্চলিকদলই বিজেপিকে সমর্থন দেবে না।

তিনি আরো বলেন, মোদী ভোট আদায়ের জন্য মানুষের আবেগকে ব্যবহার করছেন।

এ আসনে সমাজবাদি প্রার্থীর প্রার্থী কৈলাস চৌরাশিয়ার জয়ের বিষয়েও তিনি আশাবাদি বলে জানান।

হিরু বলেন, বিজেপি প্রচারণার জন্য টাকা খরচ করে বাইরে থেকে লোক নিয়ে আসছে। কিন্তু ভোট দেবে বারানসির জনগণ। প্রচারের জৌলুস না দেখালেও কৈলাসজি এবং সমাজবাদি পার্টিকে এখানকার জনগণ চেনে। তাদের নেতা হিসেবে তারা কৈলাসজিকেই নির্বাচিত করবেন।

ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় উত্তরপ্রদেশসহ তিনটি প্রদেশের মোট ৪১টি রাজ্যে নির্বাচন হবে। এগুলোর মধ্যে বানারসি গুরুত্বপূর্ণ একটি আসন। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী ও আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল লড়ছেন এ আসন থেকে। এ আসনটির মোট প্রার্থী সংখ্যা ৪৪ জন। যদিও উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ এ আসনটির জন্য নমিনেশন জমা দিয়েছিলেন ৭৮ জন প্রার্থী।

বারানসি কেন্দ্রে মোদী, কেজরিওয়াল ছাড়াও রয়েছেন কংগ্রেসের প্রার্থী বারানসির সন্তান অজয় রাই, সমাজবাদী পার্টির কৈলাস চৌরাশিয়া, বহুজন পার্টির বিজয় প্রকাশ জয়সওয়াল এবং তৃণমূল কংগ্রেসের ইন্দিরা তেওয়ারি।
 
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মে ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।