ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নানা তাণ্ডব পশ্চিমবঙ্গে চলছে পঞ্চমদফা নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ১২, ২০১৪
নানা তাণ্ডব পশ্চিমবঙ্গে চলছে পঞ্চমদফা নির্বাচন

কলকাতা: বিক্ষিপ্ত উত্তেজনা, বিরোধী দলের এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়া, হুমকি, বোমাবাজির বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে চলছে পশ্চিমবঙ্গের পঞ্চম দফার ভোট।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে বোমাবাজি এবং বিরোধী এজেন্টদের বুথে ঢুকতে না দেবার খবর এসেছে।

হাওড়া জেলার ব্রাহ্মণচক অঞ্চলে হামলা-গুলির খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন চার জন। হাসপাতালে ভর্তি ২০ জন। গ্রামে আরও অনেক আহত মানুষ আটকে আছেন বলে খবর পাওয়া গেছে।  

বিভিন্ন বুথে জাল ভোটের খবর এসেছে। দমদম লোকসভা কেন্দ্রে তিনটি বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। বেশির ভাগ অভিযোগ আসছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।

ব্যাপক গোলমালের খবর পাওয়া গেছে মুর্শিদাবাদ জেলা থেকে। বিষ্ণুপুর থেকে ব্যাপক ভুয়া ভোটের অভিযোগ পাওয়া গেছে। পশ্চিম মেদনীপুর জেলার বামফ্রন্ট এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলে ঐ কেন্দ্রের সিপিএম প্রার্থী অধ্যাপিকা নন্দিনী মুখ্যোপাধ্যায়কে হেনস্তা করার অভিযোগ এসেছে। অভিযোগের তীর শাসক দলের দিকে।

দক্ষিণ কলকাতার কসবা এলাকায় বিজেপির এজেন্টদের মারধর করা হয়েছে বলে জেলা প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন সেখানকার বিজেপি প্রার্থী তথাগত রায়।

কলকাতার বুথগুলিতে ভারতীয় সময় সকাল ৭টা থেকে ভোট শুরু হবার কথা থাকলেও অনেক জায়গায় ভোর সাড়ে পাঁচটা থেকেই বুথের সামনে লম্বা লাইন চোখে পড়েছে। চোখে পড়েছে নতুন ভোটারদের ভোট দেবার ব্যাপক উৎসাহ।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ১২ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।