ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পালিত হচ্ছে কবিগুরুর ১৫৩তম জন্মবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ৯, ২০১৪
কলকাতায় পালিত হচ্ছে কবিগুরুর ১৫৩তম জন্মবার্ষিকী

কলকাতা: কলকাতায় পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকাতার রবীন্দ্রসদন, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়সহ কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্রে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে।



এ উপলক্ষে কলকাতার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সারাদিন ধরে কবিগুরুর গান, কবিতা নাটকের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রী এবং শিক্ষকসহ বিভিন্ন শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কবিগুরুর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারাদিন ধরে অনুষ্ঠান চলছে কলকাতার রবীন্দ্রসদনে।

এদিকে বোলপুর শান্তিনিকেতনে মহাসমারোহে পালিত হচ্ছে কবিগুরুর জন্মবার্ষিকী। এই উপলক্ষে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থান থেকে রবীন্দ্রপ্রেমী মানুষ হাজির হয়েছেন শান্তিনিকেতনে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ৯ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।