কলকাতা থেকে : বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বহুল আলোচিত কেন্দ্র বারানসীতে শনিবার হানা দিলেন কংগ্রেসের ভাবি প্রধানমন্ত্রী ও দলের সহ-সভাপতি রাহুল গান্ধী। স্বভাবত মোদীর কপালে চিন্তার ভাজ পড়ল আরেক দফা।
ভারতের নবম দফা ভোট প্রচারের শেষদিন হিন্দুদের অন্যতম তীর্থকেন্দ্র বারানসীতে গিয়ে রোড-শো করে এলেন রাহুল। স্বভাবত মোদী কপালে চিন্তার ভাজ। কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের সমর্থনে শনিবার সকালে নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রে খোলা ট্রাকে চেপে রোড শো করেন কংগ্রেসের সহ-সভাপতি। রাহুলের রোড শো’তে হাজির ছিলেন কয়েক হাজার কংগ্রেস সমর্থক ।
এর আগে বারানসীতে নরেন্দ্র মোদীর রোড শো ঘিরে বিতর্কের দানা বেঁধেছিল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, মোদীর র্যালির জন্য অনুমতি না দিলেও, রাহুলের রোড শো’র অনুমতি দিয়েছে কমিশন।
শনিবার রাহুল গান্ধীর রোড শো’তে হাজির ছিলেন কিংবদন্তী সানাই বাদক বিসমিল্লা খানের পরিবারের সদস্যরাও। এরআগে বিসমিল্লা খানের পরিবারকে মোদীর সভায় হাজির থাকার অনুরোধ জানিয়েছিল বিজেপি। কিন্তু, বিজেপির প্রস্তাবে রাজি না হলেও, শনিবার রাহুলের রোড শো-এ স্বতঃপ্রণোদিত হয়ে হাজির ছিলেন বিসমিল্লা খানের পরিবার।
বাংললাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৪