কলকাতা: ভারতের ষষ্ঠদশ লোকসভা নির্বাচনের শেষ দফা ও পশ্চিমবঙ্গের পঞ্চম দফা ভোটের আগে টহলে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। শেষ দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই নির্বাচন কমিশনের এ উদ্যোগ বলে জানা গেছে।
শনিবার পশ্চিমবঙ্গের রাস্তায় দেখা গেছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর টহল।
এ দিকে শনিবার দুপুরে রাজ্যের লালবাজারে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ, সিআরপিএফ, সিআরপিএফ-এর ডেপুটি কমান্ডার ও সহকারি কমান্ডাররা।
নির্বাচন কমিশন সোমবারের এই ভোটে ৭০ শতাংশ কেন্দ্রকেই স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে।
জানা গেছে, এ লক্ষ্যেই শেষ দফায় কেন্দ্রীয় বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হলো। কেন্দ্রীয় বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে ভোটের পরেও কয়েক দিন মাঠে থাকবে। সেই সাথে কলকাতা পুলিশের সব থানাকেও কেন্দ্রীয় বাহিনীকে সার্বিক সহায়তার জন্য বলা হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যে শেষ দফার ভোট শান্তিপূর্ণ করতে দারুণ সতর্ক নির্বাচন কমিশন। অবশ্য এর আগে থেকেই বিরোধীদলের দাবি ছিল ভোটের আগে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক রাজ্যে। বিরোধীদলের সে দাবি মেনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া শেষ দফায় পশ্চিমবঙ্গের ১৭টি কেন্দ্রের জন্য একজন করে নিযুক্ত করা হয়েছে অতিরিক্ত পর্যবেক্ষক। রোববার প্রতিকেন্দ্রে পৌঁছাবেন তারা।
কলকাতা শহরে মোট গ্রহণ কেন্দ্র ১৪৯১টি। মোট বুথের সংখ্যা ৪৪৬৬টি। সব স্পর্শকাতর ভোটকেন্দ্রে থাকছে কেন্দ্রীয় বাহিনী। গুরুত্ব বুঝে কোনো কেন্দ্রে ৮ জন আবার কোথাও ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সেই সাথে রাজ্য পুলিশ তো রয়েছেই।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ১০, ২০১৪