ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচন কমিশন নিয়ে বিজেপি প্রার্থীর ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ১২, ২০১৪
নির্বাচন কমিশন নিয়ে বিজেপি প্রার্থীর ক্ষোভ

কলকাতা: পশ্চিমবঙ্গে পঞ্চম দফার নির্বাচন যত গড়াচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। একদিকে গুলিবিদ্ধ হবার খবর, অন্যদিকে বুথ দখল, ছাপ্পা ভোট আর বিরোধী সমর্থকদের উপর হামলার অভিযোগ।

এর মধ্যেই খবর এসেছে সংবাদ মাধ্যমের উপর হামলার।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর অঞ্চলে সংবাদ সংগ্রহ করতে গেলে একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলের বলিষ্ঠ সাংবাদিক এবং চিত্র-সাংবাদিককে মারধর করে শাসক দলের সমর্থকরা। বাদ যায়নি সংবাদ মাধ্যমের গাড়ির চালকও।

এর পরেই তাদের হাতে থাকা ক্যামেরা এবং মাইক ভেঙ্গে একটি পুকুরে ফেলে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সাংবাদিকের মাথায় আঘাত লেগেছে। অনেক জায়গাতেই সংবাদ মাধ্যমকে আটকাতে শাসক দলকে অতিসক্রিয় হতে দেখা যাচ্ছে।

শহর কলকাতার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও মফঃস্বল, গ্রাম অঞ্চলে ব্যাপক অশান্তির খবর পাওয়া যাচ্ছে।

এ প্রসঙ্গে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী তথাগত রায়কে প্রশ্ন করা হলে ভোট দিয়ে বেরিয়ে ক্ষোভের সঙ্গে জানান, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না।

তিনি অভিযোগ করেন, কলকাতার বিভিন্ন ভোট কেন্দ্রেও বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। তিনি বিভিন্ন জায়গায় বিজেপি এজেন্টদের মারধরের অভিযোগও করেন।

তথাগত রায় জানান, ইতিমধ্যেই বিজেপি-এর তরফ থেকে এই বিষয়গুলি নিয়ে কমিশনে অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।