কলকাতা: শেষ দফার ভোটে নিজেদের ‘ভোট’ প্রয়োগ করলেন কলকাতার সেলিব্রেটিরা। নগরীর বিভিন্ন বুথে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন এই তারকারা।
তবে একা নয় গোটা পরিবারের সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন ভোট কেন্দ্রে। সেই রকমই কিছু ছবি ধরা পড়ল বাংলানিউজের কলকাতা ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্টের ক্যামেরায়।
দুই কন্যা রিয়া ও রাইমা সেনকে নিয়ে ভোট দেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।
ভোট দেন বিখ্যাত যাদুকর বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী পি সি সরকার। সঙ্গে ছিলেন তার তিন কন্যা এবং স্ত্রী জয়শ্রী সরকারও।
কলকাতার বেহালায় নিজের বাড়ির সামনে একটি সরকারি বিদ্যালয়ে ভোট দিতে যান ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং স্ত্রী ডোনা গাঙ্গুলি।
ভোট দিয়েছেন কোয়েল মল্লিক। তবে ভোট দিতে পারেননি কলকাতার শেরিফ রঞ্জিত মল্লিক।
কেন্দ্রে এসে তিনি জানতে পারেন তার নাম ভোটার তালিকায় নেই। ভোট দিয়েছেন কলকাতার বাংলা সিনেমার সুপার স্টার দেব। যদিও লাইনে না দাঁড়িয়ে সরাসরি ভোট দিতে গেলে লাইনে দাঁড়ানো এক ভোটারের বাঁধার মুখে পড়তে হয় তাকে।
কেন্দ্রে এসে বাঁধার মুখে পড়ে প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েন এপার-ওপার বাংলায় সমান জনপ্রিয় দেব।
পরে অবশ্য অন্যান্য ভোটারদের মত লাইনে দাঁড়িয়েই নিজের গণতান্ত্রিক অধিকার ‘ভোট’ প্রয়োগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১২ মে , ২০১৪