কলকাতা: ভোট শেষ হওয়ার আগেই গণ মাধ্যমকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি দাবি করেন, সংবাদ মাধ্যমের একটি অংশ কিছু বিত্তশালী রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে।
সোমবার কলকাতায় লোকসভা ভোটগ্রহণের শেষ দফা শেষ হওয়ার দেড় ঘণ্টা আগেই মমতা তার ফেসবুকে এ অভিযোগ করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এসব সংবাদ মাধ্যমগুলো সঠিক তথ্য তুলে ধরছে না। তারা নিচু মানের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে।
তৃতীয়, চতুর্থ এবং শেষ দফার ভোটে শাসক দলের ব্যাপক সন্ত্রাসের ছবি প্রকাশ করেছে পশ্চিমবাংলার প্রায় সবকটি প্রথম সাড়ির সংবাদ মাধ্যম।
সারদা কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের নেতাদের জড়িত থাকার বিষয়টিও সামনে এনেছে প্রায় প্রতিটি সংবাদ মাধ্যম।
এর আগে কলকাতার কালিঘাট অঞ্চলে মিত্র ইনস্টিটিশন বিদ্যালয়ে ভোট দেন পশ্চিনবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন টালিউডের অভিনেতা রুদ্রনীল ঘোষ।
ভোট শেষ হওয়ার আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ১২, ২০১৪