ঢাকা: পশ্চিমবঙ্গ রাজ্যে বৃহস্পতিবার আরও ৫টি বুথে পুনরায় ভোট গ্রহণ চলছে। অনিয়মের অভিযোগ এনে বামদল, বিজেপি এবং কংগ্রেস পুন:ভোটগ্রহণের দাবি জানায়।
এসব দলের দাবির প্রতি সম্মান দেখিয়ে রাজ্যেএ ভোট গ্রহণ করা হচ্ছে । এরআগে গত ১৩ মে রাজ্যের ১১টি বুথে পুন:ভোটগ্রহণ গ্রহণ করা হয়েছিল।
অবশ্য আরও বেশি সংখ্যক বুথে পুন:নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধী দলগুলি। কিন্তু কমিশন মাত্র পাঁচটি বুথে পুন:নির্বাচনের নির্দেশ দেয়।
অর্থাৎ ভারতে নির্বাচনী ফলাফল ঘোষণার চব্বিশ ঘণ্টা আগে রাজ্যে পাঁচটি বুথে পুন:নির্বাচন হল। এদিন ভোট গ্রহণ করা হচ্ছে- বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরের ৮২ নম্বর বুথ, বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়ার অন্তর্গত ১৪৬ নম্বর বুথে। এছাড়াও বসিরহাট দক্ষিণে ২৫৩ নম্বর বুথ এবং জয়নগরের ক্যানিং পূর্বে ২২৫ ও ২২৬, দুটি কেন্দ্রেই পুনরায় ভোটগ্রহণ করা হয়।
বিরোধিদলের অভিযোগ ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বুথ দখল, ছাপ্পা ভোট, রিগিং, কিছুই বাদ যায়নি।
শুক্রবার বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে ৮১ কোটি ভোটারের লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে। আগামী পাঁচ বছর দেশের শাসনভার কার হাতে থাকবে সেটা শুক্রবারই ঠিক হয়ে যাবে।
এ ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়জয়কার অব্যাহত থাকে কিনা বা বামেরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় কিনা, কিংবা রাজ্যে পদ্মফুলের অবস্থান কেমন সেটাও দেখার অপেক্ষায় সবাই।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ১৫, ২০১৪