কলকাতা: শুক্রবার ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। মোট ৯৮৯টি গণনা কেন্দ্রে ৫৪৩টি আসনের ভোট গণনা করা হবে।
যদিও সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে, তবে ভোর ৫টা থেকে এই গণনার প্রস্তুতি শুরু হবে। ভোর ৫টার সময় জেলা নির্বাচনী আধিকারিক এবং পরিদর্শকসহ গণনার সঙ্গে যুক্ত সব আধিকারিকদের গণনা কেন্দ্রে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিটি গণনা কেন্দ্রকে ঘিরে থাকবে নিরাপত্তা সশস্ত্র রক্ষী। গণনা কক্ষের ভেতরে সাদা পোশাকে থাকবে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। গণনা কক্ষের বাইরে থাকবে আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তা।
গণনা কেন্দ্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের জন্য কড়া নির্দেশ জারি করেছে কমিশন। জানানো হয়েছে- মোবাইল ফোন, যেকোনো ইলেকট্রনিক্স, পানির বোতল, কাগজ কাটার ব্লেড বা ছুরি এই ধরনের কোন জিনিস নিয়ে নির্বাচন গণনা কক্ষের মধ্যে তারা প্রবেশ করতে পারবেন না।
প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে, কোন ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা। একমাত্র বিশেষ অনুমতি প্রাপ্তরাই দেহরক্ষীদের গণনা কেন্দ্রের ভেতরে আনতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৪