নয়াদিল্লি থেকে: রাত পোহালেই শুরু হবে ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ভোট গণণা। সারা দেশে একযোগে মোট ৯৮৯টি সেন্টারে এই ভোট গণনা করা হবে।
গত ৭ এপ্রিল থেকে শুরু করে ১২ মে পর্যন্ত দেশের ৫৪৩টি আসনের ভোটাররা তাদের পছন্দের
প্রতিনিধিকে ভোট দিয়েছেন। এ নির্বাচনে অংশ নেন ৮ হাজার ২৫১ জন প্রার্থী।
প্রায় ১২৭ কোটি জনসংখ্যার দেশে ৮১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৫৫ কোটি। তাদের ভোট গণনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্র ও রাজ্য পুলিশের পাশাপাশি প্যারা মিলিটারির নিরাপত্তা বাহিনীর সদস্যও মোতায়েন আছে।
ভোট গণনার প্রস্তুতির বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ভারতের নির্বাচন কমিশন জানায়, ইতিমধ্যে ভোট গণনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সারা দেশে মোট ৯৮৯টি সেন্টারে এবারের ভোট গণনা করা হবে। সেসব সেন্টার থেকে ফলাফল আসবে প্রতিটি রাজ্যের রাজধানীতে অবস্থিত ফলাফল কেন্দ্রে। সেখান থেকে প্রাপ্ত তথ্য প্রতি ৫ মিনিটি পর পর ওয়েব সাইটে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ভারতের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের প্রায় ১০ লাখ কর্মকর্তাকে ভোট গণনার কাজে নিয়োজিত করা হয়েছে। ভোর ৫টা থেকেই কর্মকর্তারা ভোট গণনা সেন্টারগুলোতে অবস্থান নেবেন। এ সময়ে তারা কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোট গণনার পুরো প্রক্রিয়াটি শেষ হওয়ার আগে তারা কেউই গণনা কেন্দ্রগুলো ত্যাগ করতেও পারবেন না। ভোট গণনা চলাকালে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ফলের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকাভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবে।
দিল্লির প্যাটেল চকে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ভারতের এবারের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। পুরো প্রক্রিয়াটাই ডিজিটাল। তাই ৫৫ কোটি মানুষের ভোট কেন যদি পুরো ৮০ কোটি ভোটার ভোট দিত তাহলেও ভোট গণণায় কোন সমস্যা ছিলো না।
নির্বাচন কমিশন থেকে জানা যায়, ভোট গ্রহণের পর সারা দেশ থেকে ১৭ লাখ ২০
হাজার ইভিএম মেশিন কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে। ভোট শেষ হতেই প্রত্যেকটি মেশিন উপস্থিত পোলিং এজেন্টের উপস্থিতিতেই সিলগালা করা হয়।
এদিন আবারও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সামনে রেখে এই সিল খুলে ভোট
গণণা শুরু হবে।
কমিশনের কর্মকর্তারা বলছেন, দুপুর ২টার মধ্যে বেসরকারিভাবে একটি ফলাফল পাওয়া যাবে। যদিও সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এদিকে বুধবার দুপুরে কংগ্রেসের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, দলটির কার্যালয় নেতা কর্মী শূন্য। তবে শেষ বিকেলে দেখা যায় সামান্য কিছু প্রস্তুতি। কার্যালয় মাঠে প্যান্ডেল তৈরি কাজ চলছে। সামান্য কিছু কর্মীর দেখাও মেলে। তারা গণমাধ্যম কর্মীদের এড়িয়েই চলছিলেন। তবে অন্য দিনের মত গণমাধ্যমের ভিড় যথেষ্ঠ। কোন মুখপাত্র বা নেতার দেখা সেখানে মেলেনি। তবে কার্যালয়ের প্রবেশ মুখে হঠাৎই চোখে পড়ে কংগ্রেসের বড় পোস্টার থেকে সরে গেছে সোনিয়া গান্ধীর ছবি। যেসব পোস্টারে রাহুল গান্ধীর ছবি ছিল সেগুলোও সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টিতে বির্তক উঠলেও নির্বাচনের ফল প্রকাশকে কেন্দ্র করে এসব পোস্টার তৈরি করা হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে ফল গণনা মনিটরের জন্য একাধিক প্রজেক্টর বসানো হয়েছে কংগ্রেস অফিসে।
অশোক রোডের বিজেপির কার্যালয়ে গিয়ে উৎসবমুখর এক পরিবেশের দেখা মেলে। সেখানে গণমাধ্যমের পাশাপাশি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। নির্বাচনের ফল প্রকাশের পর বিজয় উৎসব করার জন্য প্রস্তুত দলটির নেতা কর্মীরা। মাঠে বসে দর্জিরা কাপড় সেলাই করছেন। তাদের মধ্যে একজন জানালেন, এ পর্যন্ত প্রায় ১৪ হাজার মিটার কাপড় সেলাই হয়েছে প্যান্ডেল ঘেরার জন্য। দেখা গেল কার্যালয়ের মাঠে বিরাট প্যান্ডেলও তৈরি হয়েছে। আতশবাজি, পটকাও তৈরি। একপাশে চলছে রান্নার কাজ।
কর্মীরা জানান, অন্যসময় এখানে আসা নেতা-কর্মী বা মিডিয়া কর্মীরা ক্যান্টিন থেকে কিনে খেলেও শুক্রবার সারাদিন ফ্রি খাবার ব্যবস্থা করবে বিজেপি। ফলাফল ঘোষণা উপলক্ষে দলের পক্ষ থেকেই সকাল, দুপুর ও রাতের খাবারের আয়োজন করা হয়েছে।
দলটির কার্যালয় মাঠে বিরাট বিরাট এলইডি স্ক্রিন বসানো হয়েছে। তাতে সরাসরি দেখানো হবে নির্বাচনের ফল।
নির্বাচনে বিজয়ী হলে বারানসিতেই প্রধান বিজয় উৎসব করবে দলটি। সেজন্য বহু নেতা কর্মী সেখানেও পৌঁছে গেছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১৫, ২০১৪
** ক্যারিয়ারে সচেতন তরুণ সমাজ
** নিজেদের জরিপে ২২৬ আসন বিজেপির!
** বিজেপি অফিস গমগম, সংবাদকর্মীতে জেগে আছে কংগ্রেস অফিস
** নয়া সরকার গঠনে রাষ্ট্রপতি প্রণবের তোড়জোড়
** মোদীর জয় গণতন্ত্রের জয়
** এবার পরীক্ষায় ভারতীয় মিডিয়া
** ভোট কেটেছেন কেজরিওয়াল
** দিল্লি থেকে সার্বক্ষণিক ফল জানাবেন জেসমিন পাপড়ি
** ভারতে ভোটের নতুন রেকর্ড, বিজেপিই এগিয়ে
** ফল ঘোষণার আগেই জয়-পরাজয়ের আভাস
** ভারতের মসনদে জোটের ঘূর্ণিপাক
** আঞ্চলিক তকমা মুছতে কৌশলী মমতা
** বারানসিতে কংগ্রেসের এক মাসের ভুল
** ভোট দিচ্ছেন না বর্তমান রাষ্ট্রপতিও
** অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে কেজরিওয়াল
** বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে বিরোধ সৃষ্টি করছেন মোদী
** বারানসি যুদ্ধে কৌশলী মোদী আবেগী কেজরিওয়াল
** ফের আচরণবিধি ভাঙলেন মোদী!
** আমেথি থেকেই ভারত গড়ার অঙ্গীকার মোদীর
** বাংলানিউজকে কংগ্রেস নেত্রী মালা : জামায়াতকে সমর্থন করেছেন মমতা
** গান্ধী রেওয়াজেই আমেথিতে রাহুল জোয়ার
** পশ্চিমবঙ্গে তারকাপ্রার্থী নিয়ে অস্বস্তি
** ‘আর্থিক প্যাকেজে’ মোড়ানো বিজেপির জোটবার্তা