ঢাকা: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রাটিক অ্যালায়েন্স) জোটের সরকার গঠন প্রায় নিশ্চিত। প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী।
এ নিয়ে চলা ক্রমাগত আলোচনার সবশেষ ফলাফল অনুযায়ী আদভানির সঙ্গে সাংবিধানিক পদ ‘স্পিকার’ নিয়ে দফা রফা হয়েছে বলে শোনা যাচ্ছে।
বিজেপির দলীয় সূত্র বলছে, আদভানি প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী থেকে সব দিক দিয়ে জ্যেষ্ঠ। তিনি সাংবিধানিক পদ ‘স্পিকার’ হওযার ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেছেন, যেটা নির্দলীয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি পদ।
দলের আরেক সিনিয়র নেতা মুরলি মনোহর যোশীকে নিয়েও বেশ বিপাকে রয়েছে দলটি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এমনটি।
বাংলাদেশ সসময়: ০৯৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪