ভারতের ৫৪৩টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর দল বিজেপি ভারতের মসনদে বসতে যাচ্ছে এটা নিশ্চিত।
এনডিটি এক খবরে বলছে, নরেন্দ্র মোদী এখন তার গুজরাটে গান্ধিনগরের বাসায় বসে টেলিভিশনে নির্বাচনের ফলাফল দেখছেন।
খবরে বলা হয়, যদি বিজেপি ও তার জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ২৭২টি আসন পেয়ে যায় তাহলেই স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ বাইরে বের হবেন ৬৩ বছর বয়ষ্ক মোদী।
খবরে জানা যায়, জয়ের ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘর থেকে বের হবেন না মোদী। বিজয় নিশ্চিত হলে প্রথমে তিনি আশীর্বাদ নিতে তার মায়ের বাড়িতে যাবেন।
এরপর ভোদোদারায় একটি বিজয় ৠালি অংশ নেওয়ার কথা রয়েছে তার।
** ফলাফলের আগেই পরাজয় স্বীকার কংগ্রেসের!
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪