ঢাকা: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হলেও এক ঘণ্টা পর সকাল ৯টায় (স্থানীয় সময়-বাংলাদেশ সময় সাড়ে ৯টা) নির্বাচন কমিশনে উপস্থিত হন ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভি এস সাম্পাত।
২০১২ সালের ১০ জুন থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনারের দেরিতে অফিসে আসা নিয়ে নির্বাচন কমিশনের বাইরে অপেক্ষমান বিদেশি সাংবাদিকদের সমালোচনা করতে দেখা গেছে।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৪১, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৬৮ ও অন্যান্য প্রার্থীরা ১২২টি আসনে বিজয়ী হয়েছেন।
তবে ভারতীয় নির্বাচন কমিশন সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত ফলাফলে বলছে, ঘোষিত ১৯৯টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৯৮, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৩৪ ও অন্যান্য প্রার্থীরা ৬৭টি আসনে বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মে ১৬, ২০১৪