ঢাকা: প্রত্যেক বাবা-মা’র কাছে সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। কোন কিছুর সঙ্গে সন্তানের তুলনা করা চলে না।
নরেন্দ্র মোদী ও তাঁর দল বিজেপি যে এবার ভারতের ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গড়বেন তা দেশের মানুষের পাশাপাশি মা হিরাবেনও ধরে নিয়েছেন।
কেননা ভোটের আগে ও ভোট চলাকালীন বুথ ফেরত সমীক্ষায় এমন সংবাদটাই জোরের সঙ্গে প্রকাশ পেয়েছে। সমীক্ষায় বলা হয়েছে বিজেপি ও তার জোট ৩০০ আসনে জয়ী হবে। সরকার গঠন ও নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার জন্য ২৭২ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।
তারপরও মা বলে কথা। শেষ মুহূর্তে কি হয় বলা যায়না। সেজন্য ছেলের জয়ের কামনা করে ভগবানের কাছে প্রার্থনায় বসেছেন মোদীর মা হিরাবেন।
আর প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে চরম আশাবাদী ৬৩ বছরের নরেন্দ্র মোদী গুজরাটের গান্ধীনগরে তাঁর বাড়িতে বসে দারুণ খোশ মেজাজে টিভি’র সামনে বসে ভোটের ফলাফল দেখছেন। মোদী এবার তার প্রচারাভিযানে বলেছেন- তিনি নিম্ন বর্ণের হিন্দু পরিবারের সন্তান। বাবা ছিলেন চা বিক্রেতা এবং তাঁর মা পার্শ্ববর্তী বাড়িতে কাজ করে সংসারের সাহায্য করেছেন।
এবারের নির্বাচনে মোদীর মা রিকশায় করে ভোটারদের কাছে ছেলের জন্য ভোট চেয়ে প্রচার চালিয়েছেন। মোদী তাঁর জন্মস্থান গুজরাটের ভদেদারয় আসনসহ হিন্দুদের অন্যতম তীর্থস্থান উত্তর প্রদেশের বারাণসী কেন্দ্রে এগিয়ে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪