ঢাকা: দীর্ঘ প্রায় এক দশক পর ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়তে যাচ্ছেন ড. মনমোহন সিং। শনিবার দুপুরে পদত্যাগ করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের বিষয়ে আলোচনা করবেন বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন।
অপর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এশিয়ান নিউজ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন ভারতের ১৩তম প্রধানমন্ত্রী মনমোহন। এছাড়া এইদিনই জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিদায়ের পর ২০০৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন মনমোহন। বিশ্ব পরাশক্তি হয়ে ওঠা ভারতে টানা দু’দফায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এ অর্থনীতিবিদ।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪