ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জয়েও কপালে ভাঁজ তৃণমূলের

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ১৭, ২০১৪
জয়েও কপালে ভাঁজ তৃণমূলের

ঢাকা: যদিও ঘাসফুলের বিপুল জয়ে জনউত্সবে মাতোয়ারা পশ্চিমবঙ্গবাসী৷ কিন্তু ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে দলের শীর্ষ নেতৃবৃন্দকে। এজন্য বিপুল সংখ্যক আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পরও রাজ্যের মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বার্তা- কোনওরকম সঙঘর্ষ যেন না হয়৷ কোনওভাবেই যেন শান্তি বিঘ্নিত না হয়৷ 

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বিজয় উত্সবের কোনও মিছিল এখন করা হবে না৷ পরে সিদ্ধান্ত হবে৷ প্রত্যাশার পারদ ৩৪-এ থামতেই দলের স্বতঃস্ফূর্ততা সর্বত্র। এতবড় সাফল্যের পরও দলনেত্রীর স্পষ্ট নির্দেশ, সংযত থাকতে হবে দলের নেতাকর্মীদের৷  

যদিও রাজনৈতিক মহল থেকে তৃণমূলকে আশ্বস্ত করা করা হয়েছে এই বলে যে, তাদের চিন্তার কোন কারণ নেই। কেননা  বিজেপি’র যে ভোট বেড়েছে তা দুর্বল নেতৃত্বের বামফ্রন্টের ঝুলি থেকে বেড়িয়ে গিয়েছে।

তবে এই প্রচণ্ড গরমে রাজ্যে সব থেকে দীর্ঘতম নির্বাচনে কাজ করার জন্য দলের সব কর্মীকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মানুষ কষ্ট করে ভোট দিয়েছেন৷ তাঁদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম ও সেলাম৷

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যে কোথাও কোনও বিজয় উত্সবের আয়োজন হয়নি৷ কিন্তু রাজ্যে তৃণমূলের এই ব্যাপক জয়ে কার্যত স্বতঃস্ফূর্ত সংযত জনউত্সবের চেহারা নিল গোটা রাজ্যে৷ দিকে দিকে ফল প্রকাশের পরই শহরের রাজপথ থেকে গ্রামের অলিগলি সবুজ আবিরে রাঙিয়ে দিলেন আমজনতা৷ 

শহর কলকাতার পাড়ায় পাড়ায়, রাস্তায় মোড়ে চলল মিষ্টিমুখ আর সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে নেওয়ার পালা চলল৷ ২০১১-র বিধানসভা নির্বাচনের মতোই ফল ঘোষণার পর রাজ্যে কোথাও কোনও অশান্তি, সঙঘর্ষের খবর নেই৷

এদিকে একাধিক আসনে তৃণমূল বড় ব্যবধানের জয় পেলেও রাজ্যের বেশ কিছু আসনে বিজেপির প্রভাব চিন্তায় রেখেছে দলকে৷ বিশেষত কলকাতার দুটি ও যাদবপুর আসনে মোদী ঝড়ের প্রভাবে আগামী দিনে দলের নেতাকর্মীদের কাজ আরও বেড়ে গেল বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব৷

ফল নিয়ে পর্যালোচনা শুরু করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতায় প্রায় নিঃশব্দে মোদী হাওয়া যে প্রভাব ফেলেছে তা ভোটের ফল প্রকাশের পর টের পেলেন দায়িত্বশীল জনপ্রতিনিধি ও নেতারা৷

ভোটের প্রাথমিক ফলাফল বিশ্লেষণে  উঠে এসেছে যে ওয়ার্ডে যত বহুতল সেখানে তত বেশি ভোট পেয়েছে বিজেপি৷ এতবছর এই সমস্ত বহুতলের বাসিন্দারা ভোট দিতেন না৷এবার বহুতলের বাসিন্দারা ভোট দিয়েছেন, ভোট দেওয়ার শতাংশের হারও বেড়েছে৷ ভোটদাতাদের অধিকাংশই যে পদ্মফুলে বোতাম টিপেছেন তা ফলই বলছে৷

কলকাতার নানা ওয়ার্ডে বিজেপি'র এই ধাক্কা আগামী বছর কলকাতা পৌরসভা ভোটের জন্য আগাম সতর্কবার্তা দিয়ে গেল বলে মনে করছেন তৃণমূল রাজ্য নেতৃত্ব।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।