ঢাকা: নরেন্দ্র মোদী ঝড়ে বিধ্বস্ত হয়ে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন আঞ্চলিক দল জেডিইউ’র প্রধান নিতিশ কুমার। ১৬তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পুরো ভারতের মতো মোদী-ঝড় আছড়ে পড়েছে বিহারেও। সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিজেপির একসময়ের জোট-শরিক জেডিইউ।
এবারের নির্বাচনের বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে মাত্র দু’টিতে জয় পেয়েছে নিতিশের দল।
মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মানতে না পেরে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ছাড়ে নিতিশের জেডিইউ। দলের প্রধান নিতিশ ভেবেছিলেন, এই সিদ্ধান্তে মোদীবিরোধী সংখ্যালঘু ভোটাররা তার দলকে সমর্থন দেবে। কিন্তু হিতে বিপরীতই হয়ে গেলো নিতিশের সিদ্ধান্তের।
এদিকে, পদত্যাগ করলেও এই বিপর্যয়ে নিতিশের নেতৃত্ব নিয়ে খোদ দলের ভেতরেই প্রশ্ন উঠেছে। তার নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার অনেক সদস্যও।
বিশ্লেষকরা বলছেন, বিপর্যয়ের মুহূর্তে জেডিইউ ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিলেন নিতিশ। অর্থাৎ দলে ভাঙন এড়াতে তড়িঘড়ি দায় স্বীকার করে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১৭, ২০১৪