ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের ভয়ের কিছু নেই, বাংলানিউজকে বিজেপি নেতা

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৪
বাংলাদেশের ভয়ের কিছু নেই, বাংলানিউজকে বিজেপি নেতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লী থেকে: ভারতের বিজেপি সরকারকে নিয়ে বাংলাদেশের ভয়ের কিছু নেই বলে মন্তব্য করলেন দলটির নেতা ড. বিজয় শঙ্কর শাস্ত্রী।

শনিবার বিকেলে দিল্লীর অশোক রোডে অবস্থিত বিজেপি কার্য্যালয়ে বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।



১৬তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শিগগিরই ভারতের সরকার গড়তে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। যার নেতৃত্বে থাকবেন নরেন্দ্র মোদী।

মোদী সরকারে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন বিজয় শঙ্কর শাস্ত্রী।

বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় এই নেতা বলেন, বিজেপি সরকার বরাবরই প্রতিবেশী দেশের সঙ্গে ভাল সম্পর্ক তৈরির চেষ্টা করেছে। সে নীতি নিয়েই এবারে বিজেপি সরকার এগিয়ে চলবে।

তিনি বলেন, তিস্তাসহ বাংলাদেশের সঙ্গে যত সমস্যা আছে যথোপযুক্ত উদ্যোগের মাধ্যমে দ্রুত তার সমাধান করা হবে।

নরেন্দ্র মোদীর বিজয়ী আসন বারানসির নেতা বিজয় শঙ্কর বলেন, বাংলাদেশের মত আমরাও দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী দেখতে চাই। দুদেশের অমীমাংসিত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালানো হবে বলেও তিনি মন্তব্য করেন।  

হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে নিজ কক্ষে বসে এই বিজেপি নেতা বলেন, “আমরা কাউকে চোখ রাঙাতে চাইনা, আবার কারো চোখ রাঙানি দেখতেও চাইনা। চাই চোখে চোখ রেখে চলতে। কাজ করতে। ”

তিনি বলেন, আমরা কোন প্রতিবেশীকে দাবিয়ে রাখবা না, আবার কেউ দাবানোর চেষ্টা করলেও তা বরদাস্ত করব না।

তিনি বলেন, বাংলোদেশ ও ভারতের সংস্কৃতিতে অনেক মিল। ভারতবর্ষেও বহু বাঙালি বসবাস করে। বাংলাদেশের মত আমরাও চাই এ সাংস্কৃতিক ভ্রাতৃত্ব অক্ষুন্ন থাকুক।

বিজয় শঙ্কর শাস্ত্রী বলেন, বাংলাদেশে প্রায়শই বিভিন্ন দুর্ঘটনায় মানুষ নিহত হওয়ার খবর শুনি। প্রতিবেশী দেশের এমন খবর আমাদেরকেও ভাবিয়ে তোলে।
ছোট দেশ হলেও আমরা বাংলাদেশকে যোগ্য প্রতিবেশীর সম্মান দেই।

তিনি বলেন, ভারতের নতুন সরকারের প্রভাব শুধু এশিয়ায় নয় সারা বিশ্বে পড়বে। কংগ্রেস সরকারের সময়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আশাব্যঞ্জক ছিল না। বিজেপি সরকার সে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী করবে।

অপর এক প্রশ্নের জবাবে বিজেপির এই গুরুত্বপূর্ণ নেতা বলেন, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক বাংলাদেশের ওপর কোন প্রভাব ফেলবে না।

তিনি বলেন, বিজেপি সরকার গণমানুষের হয়ে কাজ করতে ক্ষমতায় এসেছ। মানুষের জন্য কাজ করা কোন কঠিন কাজ নয়। বিজেপি সিনিয়র নেতাদের সরকার চালানো অভিজ্ঞতা আছে। যেমন হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তাই সরকার চালানো তার জন্য কঠিন কিছু হবে না।

মন্ত্রীসভায় স্থান পেলে শিগগিরই বাংলোদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেন এই বিজেপি নেতা।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ১৮ মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।