কলকাতা: জ্যৈষ্ঠের দহনে মরুভূমির রাজ্য রাজস্থানকেও টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই তিন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এসে ঠেকেছে।
সোমবার রাজ্যের আবহাওয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
যেখানে রাজস্থানের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেখানে কলকাতায় সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া গত সপ্তাহ থেকেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই বিদ্যমান ছিলো। এখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৭ শতাংশ।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় তাপমাত্রার রেকর্ড ৪৪ ডিগ্রি পার করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া বিভাগ বলছে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই কালবৈশাখীর আশা করে থাকা কলকাতাবাসীকেও হতাশ হতে হচ্ছে।
এ দিকে জেলায় সতর্কতা জারি করা হয়েছে দুপুরে ঘরের বাইরে অতি প্রয়োজন ছাড়া বের না হতে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৪