কলকাতা: কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ হওয়ায় বাঙালি পর্বতারোহী ছন্দা গায়েনের কার্যত কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে দুর্ঘটনাস্থল চিনতেই বেশ অসুবিধা হয় তাশি শেরপার।
আবহাওয়া প্রতিকূলে থাকায় শনিবার দ্বিতীয় দফার তল্লাশি চালানো যায় নি।
এদিকে সময় যত গড়াচ্ছে জীবিত উদ্ধারের সম্ভাবনাও কমছে ছন্দা গায়েনের।
তাশি শেরপা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ছন্দা গায়েন হলুদ জ্যাকেট পড়েছিলেন। ভিডিও এবং স্থির ছবি বিশ্লেষণ করে সেই হলুদ জ্যাকেটের সন্ধানের চেষ্টাই করেছেন উদ্ধারকারী দল।
রোববার আবার তল্লাশি শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
ছন্দা গায়েনের পরিবারকে কোনো ধরনের হয়রানি কিংবা বিরক্ত না করতে তার বাড়ির নিরাপত্তা জোরদার করেছে রাজ্য সরকার। নিয়ন্ত্রণ করা হচ্ছে সাংবাদিকদেরও।
মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় ছন্দার মা ভেঙে পড়েছেন। মেয়ের শোকে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন।
গত ২০ মে থেকে কাঞ্চনজঙ্ঘার ইয়ালুংকাং শৃঙ্গের ১০০ মিটার দূরে তুষার ধসের কবলে পড়ে নিখোঁজ হন এভারেস্ট জয়ী পর্বতারোহী ছন্দা গায়েন।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মে ২৪, ২০১৪