ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভরাডুবির জন্য বিজ্ঞাপন সংস্থাকে দুষছে কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মে ২০, ২০১৪
ভরাডুবির জন্য বিজ্ঞাপন সংস্থাকে দুষছে কংগ্রেস

ঢাকা: ভারতের ষষ্ঠদশ জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে ভরাডুবির জন্য প্রচারণা সরঞ্জাম যোগানের দায়িত্বে থাকা বিজ্ঞাপন সংস্থাকে দুষছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)। টানা দুই দফায় ক্ষমতায় থাকা কংগ্রেসের এবারের নির্বাচনী প্রচারণার সরঞ্জাম প্রস্তুতের দায়িত্ব ছিল জাপানের যোগাযোগ ও বিজ্ঞাপন নির্মাতা সংস্থা দেন্তসু’র ওপর।



কংগ্রেস ও দেন্তসু’র কয়েকটি ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, প্রায় ছয়শ’ কোটি রুপির বিনিময়ে দেন্তসু‘কে নির্বাচনী প্রচারণা সামগ্রী প্রস্তুতের দায়িত্ব দেয় কংগ্রেস। সংস্থাটির প্রধান কর্তব্য ছিল কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে (কংগ্রেসের অঘোষিত প্রধানমন্ত্রী পদপ্রার্থীও) সাধারণ জনগণের কাছে তরুণ ও প্রগতিশীল নেতা হিসেবে উপস্থাপন করা এবং ভোটার আকৃষ্ট করা।

কিন্তু কংগ্রেস নেতাদের মতে, বিজেপির পীযূষ পান্ডে, প্রসূণ যোশী ও শ্যাম বালসারা’র প্রচারণার সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়েছে দেন্তসু’র প্রচারণা।

কংগ্রেসের একজন শীর্ষ নেতা সরাসরি অভিযোগের আঙ্গুল তুলে বলেন, এই ভরাডুবির দায় এড়াতে পারে না দেন্তসু। কেবল প্রতিষ্ঠান হিসেবে তাদের সর্বোচ্চ খরচই দেওয়া হয়নি, বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের তুলনায় তাদের অস্বাভাবিক চড়া দাম দিতে হয়েছে আমাদের। তারা সেভাবে প্রচারণা সামগ্রী প্রস্তুত করতে পারেনি।

অবশ্য, কংগ্রেসের এই অভিযোগের প্রত্যুত্তরে দেন্তসু ইন্ডিয়ার মুখপাত্র বলেন, প্রচারণার চুক্তি অনুযায়ী আমাদের সকল আর্থিক লেনদেন অত্যন্ত স্বচ্ছ ও পুঙ্খানুপঙ্খ ছিল। তাদের চাহিদা ও যোগান অনুযায়ী আমরা ‍আমাদের সেবা দিয়েছি।

কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, দেন্তসু ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান রোহিত ওহড়ির সঙ্গে কংগ্রেস নেতা অজয় ম্যাকেনের এ নিয়ে বিতর্কও হয়েছে।

ওই বিতর্কের পর দেন্তসু ইন্ডিয়ার কর্মীদের একটি ইমেইল পাঠিয়ে এ ব্যাপারে মুখ খুলতে নিষেধ করা হয়।

কংগ্রেস নেতা ম্যাকেনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা যায়নি। তবে, দেন্তসুর মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, আমরা কোনো গ্রাহকের তথ্য অপ্রাসঙ্গিকভাবে কাউকে সরবরাহ করি না।

এবারের ১৬তম লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ৩৩৯ আসনের বিপরীতে কংগ্রেস জোটের আসন দখল হয়েছে মাত্র ৫৯টি।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।