কলকাতাঃ কলকাতার আমেরিকান সেন্টারে জঙ্গি হামলার দুই প্রধান অভিযুক্ত আফতাব আনসারি এবং জালাউদ্দিন নাসেরের দেওয়া হর দীর্ঘ কারাবাস। সোমবার নতুন এই সাজা ঘোষণা করল ভারতের সর্বোচ্চ আদালত।
জঙ্গি হামলার ঘটনায় সাজা হিসেবে আফতাব আনসারিকে যাবজ্জীবন কারাবাস এবং জালাউদ্দিন নাসেরকে ৩০ বছরের কারাবাস দিয়েছে আদালত।
এর আগে নিম্ন আদালত এই দুজন সহ এই ঘটনার সঙ্গে যুক্ত মোট ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। এর পর অপরাধীদের তরফ থেকে কলকাতা উচ্চ আদালতে মৃত্যু দণ্ড রদ করার আবেদন জানান হয়েছিল ।
কিন্তু সেই আবেদনে সাড়া না দিয়ে নিম্ন আদালতের আদেশকেই বজায় রেখেছিল কলকাতা উচ্চ আদালত।
এরপর অপরাধীদের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হলে আদালত মৃত্যুদণ্ড খারিজ করে কারাদণ্ডের সাজা ঘোষণা করে।
২০০২ সালের ২২ জানুয়ারি কলকাতার আমেরিকান সেন্টারে প্রহরারত পুলিশদের উপর হামলা চালায় এক দল সন্ত্রাসী। এই হামলায় ৪ পুলিশ সদস্য নিহত এবং ১৪ জন আহত হন।
জঙ্গি হামলার মূল পাণ্ডা ছিল আফতাব আনসারি। ঘটনার বেশ কিছুদিন পরে সিবিআই তাকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ২১, ২০১৪