ঢাকা: ‘চির বৈরি’ পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দমোদরদাস মোদী। পাশাপাশি আফগানিস্তানের রাষ্ট্রপতি হাদিম কারজাইকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ২৬ মে রাজধানীর নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন গুজরাটের মুখ্যমন্ত্রী ও বিজেপির এই নেতা।
শপথ অনুষ্ঠানে সার্কভূক্ত অন্যান্য দেশের সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
তবে ২৬ মে সন্ধ্যায় দিল্লিতে কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। পূর্ব নির্ধারিত চার দিনের সফরে আগামী ২৫ মে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, তার জাপান সফর পূর্ব নির্ধারিত। সরকারী এই গুরুত্বপূর্ণ সফরেই যাচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিকে বুধবার বিকালে গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মোদী। গুজরাটের রাজস্ব মন্ত্রী আনন্দি বেন প্যাটেল নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
মোদীর নেতৃত্বেই গুজরাটে পর পর তিনবার ক্ষমতায় আসে বিজেপি। তিন দফায় তিনি মোট ১৩ বছর মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন।
তিনি গুজরাটের গান্ধীনগরে রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেন।
** মোদীর শপথে সার্ক নেতারা আমন্ত্রিত
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ২১, ২০১৪