ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গণতন্ত্রের জয়োৎসব করতেই সার্ক নেতাদের আমন্ত্রণ: বিজেপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ২২, ২০১৪
গণতন্ত্রের জয়োৎসব করতেই সার্ক নেতাদের আমন্ত্রণ: বিজেপি নরেন্দ্র মোদী

ঢাকা: নিয়ম ভেঙ্গে ভারতের ষোড়শ লোকসভার প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যে সার্কভূক্ত দেশের সরকার ‍প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে গণতন্ত্রের জয়োৎসব করতেই তা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি।

বিজেপি মনোনীত প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দমোদরদাস মোদীর শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহেন্দ্র রাজাপাক্ষেকে আমন্ত্রণ জানানোর পর এনডিএ’র একটি শরিক দলের পক্ষ থেকে আপত্তি উঠার পরই বৃহস্পতিবার দলের মুখপাত্র নির্মলা সীতারমণ একথা বলেন।

 

তিনি বলেন, “ভারতের গণতন্ত্রের জয়োৎসবে অংশগ্রহণের জন্যই প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্ক নেতাদের আমন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টিকে সেভাবেই দেখা উচিত। ”

আমরা শপথ অনুষ্ঠানের মতো একটি আনন্দঘন অনুষ্ঠানকে প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই, যোগ করেন নির্মলা।

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী আগামী ২৬ মে শপথ নিতে যাচ্ছেন। সেই শপথ অনুষ্ঠানে মোদী আগ্রহেই রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সার্কভূক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেন। এরই অংশ হিসাবে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহেন্দ্র রাজাপাক্ষেকে আমন্ত্রণ জানানো হয়।

মূলত তামিল ইস্যুতেই তামিলনাডুর আঞ্চলিক দল ভাইকুর নেতৃত্বাধীন এমডিএমকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহেন্দ্র রাজাপাক্ষেকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে আপত্তি জানায়।  

বিজেপি নেত্রী নির্মলা বলেন, আমাদের বিশ্বাস তারা বিষয়টি বুঝতে পারবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।