এবার রাজধানী দিল্লির নামীদামি হোটেল-রেস্তোরাঁয় হুমড়ি খেয়ে পড়েছেন ভোজনরসিকরা। তাদের থালিতে চাই ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর প্রিয় খাবার।
মোগলাইখানার জন্য বিখ্যাত ভারতের প্রাচীন এ শহরটিতে এখন মোদীর পছন্দের খাবার স্থান করে নিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, গুজরাটি পাচকদের দারুণ কদর নয়াদিল্লিতে।
খরিদ্দারদের চাহিদার কথা মাথায় রেখে রান্নার জন্য গুজরাট থেকে রাঁধুনি নিয়ে আসতে হচ্ছে রেস্তোরাঁ মালিকদের!
দিল্লিবাসীর কাছে যদিও খাকরা, খামান, ধোকলা খাবার নামগুলো অচেনা? এসব ডাল দিয়ে তৈরি গুজরাটি নিরামিষ খাবার৷ দিল্লিতে নরেন্দ্র মোদী আসতে না আসতেই বিখ্যাত হয়ে গিয়েছে এ পদগুলি৷
বৃহস্পতিবার মোদী তাঁর ভাষণে বলেছিলেন, এবার খাকরার ‘মার্কেট' বাড়বে৷ যদিও খাস রাঁধুনি বদ্রির হাতে তৈরি খাবার খেতেই পছন্দ করেন মোদী৷ বদ্রির কথায়, মোদীজি অল্প আহার করলেও গুজরাটি খাবার খেতেই বিশেষ পছন্দ করেন৷
গুজরাট থেকে বৃহস্পতিবার বিদায় নেওয়ার পর দিল্লির গুজরাট ভবনেই উঠেছেন নরেন্দ্র মোদী৷ সোমবার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের পর এখান থেকেই যাবেন ৭ রেসকোর্স রোডের নতুন ঠিকানায়৷
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের শহর ছেড়ে দিল্লি পাড়ি দেন মোদী৷ তাঁর ব্যাগ গুছিয়ে দিয়েছেন বিশ্বস্ত দুই পরিচারক দীনেশ ঠাকুর এবং ওপিসিং৷ ব্যাগে নিয়েছেন ডজন ডজন শর্ট কুর্তা ও শৌখিন ঘড়ি৷
একা থাকেন বলে জিনিসপত্র কম ঠিকই তবে যথেষ্ট ফ্যাশন সচেতন তিনি৷ ছোট হাতার কুর্তা আর বিদেশি ঘড়িতে ভর্তি তাঁর আলমারি৷ গত সপ্তাহ থেকেই সেসব সুটকেসে ভরছেন দীনেশরা৷
একইসঙ্গে স্বাস্থ্য সচেতন হবু প্রধানমন্ত্রী ট্রেডমিল, যোগ-ব্যায়ামের কয়েকটি যন্ত্রপাতি নিতে ভোলেননি৷ টেক-স্যাভি মোদীর আইপ্যাড, ল্যাপটপের মতো আধুনিক ইলেকট্রনিক গ্যাজেট ছাড়া চলে না৷ তাই সযত্নে মোদীর এই নিত্যসঙ্গীগুলিকে ব্যাগে পুরেছেন দীনেশ৷ এদিন গুজরাট ছাড়ার আগে মায়ের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিতে যান নরেন্দ্র মোদী৷ মা হীরাবেন তাঁকে ১০১ টাকা দিয়ে আশীর্বাদ করে মিষ্টি কিনে খেতে বলেন৷
মোদী-মন্ত্রিসভার সদস্যদের নাম নিয়ে রাজধানীতে জল্পনা বাড়ছেই৷ প্রতিদিনই প্রায় একাধিক মন্ত্রী-তালিকা তৈরি হচ্ছে আর পরমুহূর্তেই নাকি তা বাতিলও হয়ে যাচ্ছে৷ যদিও এই তালিকা তৈরি এবং বাতিল, ঠিক কে বা কারা করছেন সে ব্যাপারে কেউ নিশ্চিত নন৷
শুক্রবার সকালে দলীয় সূত্র জানায়, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণপত্র পৌঁছেছে বলিউডের তারকাদের কাছেও৷ আমন্ত্রণ পেয়েছেন অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর, রজনীকান্ত, সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন, শাহরুখ খান, আমির খান৷ যদিও তারকাদের পক্ষ থেকে আমন্ত্রণ স্বীকৃতির কোনও খবর মেলেনি৷
যদিও জোর জল্পনা, তাঁর মন্ত্রিসভার ‘গ্রূপ ফোর'-এর নাম নাকি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন মোদী৷ স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশমন্ত্রীদের নাম নাকি নরেন্দ্র মোদী স্থির করে ফেলেছেন ইতোমধ্যেই৷ সূত্রের খবর, ৭৫ বছরের বেশি বয়সিরা মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পাবেন না৷ শেষ সিদ্ধান্ত মোদীই নেবেন৷
সূত্র আরও জানিয়েছে, লালকৃষ্ণ আদবানি নন, লোকসভার অধ্যক্ষ হতে পারেন মুরলীমনোহর যোশী৷ আদবানিকে এনডিএ-র আহবায়কের পদের দায়িত্ব দেওয়া হতে পারে৷ প্রতিরক্ষার দায়িত্বে সুষমা, পররাষ্ট্রমন্ত্রী জেটলি, অর্থমন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এবং স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন হর্ষ বর্ধন৷
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নরেন্দ্র মোদীর স্বভাবগত বৈশিষ্ট্য এটাই৷ শেষ মুহূর্ত পর্যন্তও জল্পনা জিইয়ে রাখেন৷ এদিকে বিজেপিতে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন যশবন্ত সিংহ৷ ভোটের আগে নিজের পছন্দের কেন্দ্র থেকে টিকিট না পাওয়ায় বিজেপি থেকে ইস্তফা দিয়েছিলেন এই প্রবীণ নেতা৷
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ২৩, ২০১৪