ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দ্বিতীয় দিনের অভিযানেও খোঁজ মেলেনি ছন্দা গায়েনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ২৫, ২০১৪
দ্বিতীয় দিনের অভিযানেও খোঁজ মেলেনি ছন্দা গায়েনের ছন্দা গায়েন

কলকাতা: প্রথম দিনের মতোই রোববার আবারও ব্যর্থ হলো নিখোঁজ অভিযাত্রী ছন্দা গায়েন সহ দুই শেরপার খোঁজে তল্লাশি অভিযান। আবহাওয়া খারাপ থাকায় একটি হেলিকপ্টার তল্লাশির কাজ শুরু করলেও মাঝপথে ফিরে আসতে বাধ্য হয়।



যতদূর জানা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ঐ বিশেষ জায়গাটিতে ভারতীয় সময় সকাল দশটা পর্যন্ত আবহাওয়া ভালো থাকে। কিন্তু রোববার সকালে অভিযান শুরু করলেও মাঝপথে বেস ক্যাম্পে ফিরে আসতে হয় হেলিকপ্টারটিকে।

অতিরিক্ত উচ্চতার জন্য হেলিকপ্টার ব্যবহারে কিছু সমস্যা দেখা দিচ্ছে বলে জানা গেছে। শনিবারের অভিযানে তোলা ছবি বিশ্লেষণ করেও বিশেষ কিছুই এখনও পর্যন্ত উদ্ধার হয়নি বলে খবর পাওয়া গেছে।

আবার সোমবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ২৫ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।