ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাত সকালেই অফিসে মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ২৭, ২০১৪
সাত সকালেই অফিসে মোদী

ঢাকা: রাইসিনা হিলসের সামনে দক্ষিণ ব্লকে প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার খুব সকালেই অফিসে আসলেন ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া মোদী।

প্রথমেই তিনি ৫০ বছর আগে নিহত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর প্রতি শ্রদ্ধা জানান।

এরপর তিনি তার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন।

তবে এখনও ওঠেননি প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ নয়াদিল্লির ৭ রেসকোর্স রোডের সরকারি বাসভবনে। গুজরাট ভবনে আরও কিছুদিন অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে হায়দ্রাবাদ হাউজে সাক্ষাত করবেন। যা ভারত-পাকিস্তান ভবিষ্যত সর্ম্পকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ৪৫ সদস্যের সঙ্গেও বিকেলে এক সাক্ষাতের আয়োজন করা হয়েছে।

এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রেসিডেন্ট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে (ফোরকোর্টে) আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন মোদী।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।