কলকাতাঃ কবি নজরুল শুধু বিদ্রোহী কবি নন, তিনি সাম্যের কবি, তিনি যুবকের কবি, তিনি ইসলামের কবি, আবার তিনি শ্যামা সঙ্গীতের কবি, বাংলানিউজের এক প্রশ্নের উত্তরে জানান বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ।
বাংলাদেশ উপ-হাই কমিশনের উদ্যোগে কলকাতার আই সি সি আর –এর সত্যজিৎ রায় মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র-নজরুল সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও অরিন্দম কাজী।
অনুষ্ঠান উদ্বোধন করে বাংলাদেশের উপ-হাই কমিশনার আবিদা ইসলাম বলেন, প্রতি বছরই বাংলাদেশ উপ-হাই কমিশনের তরফে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, দুই দেশের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সমানভাবে প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে উপস্থিত কবি নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজীর কাছে বাংলা নিউজের তরফে জানতে চাওয়া হয়, নজরুল কি শুধুই বিদ্রোহী কবি নাকি প্রেমের কবি? তিনি বলেন, নজরুল একাধারে বিদ্রোহী, অন্যদিকে প্রেমের কবি। তবে তার প্রেমের মধ্যেও ছিল বিদ্রোহ।
অনুষ্ঠানে গিটারে কবি নজরুলের গানের সুরে দর্শকের মুগ্ধ করেন অরিন্দম কাজী। কলকাতায় নজরুলের কোন বাসভবনকেই কেন হেরিটেজ ঘোষণা করা যাচ্ছে না এবং নজরুলের কলকাতার বাড়ি কেন কবির পরিবার হেরিটেজ হিসেবে সরকারের হাতে তুলে দিচ্ছেন না- সেই প্রশ্ন করা হলে অরিন্দম কাজী বলেন, কলকাতায় কবি নজরুল ইসলাম কোন একটি বাড়িতে বেশি দিন থাকেননি। আর বর্তমানে কবি কাজী নজরুলের যে বাড়িতে তার পরিবার বাস করে সেখানে তার প্রতিটি অংশে কবি নজরুল ইসলামের স্মৃতি জড়ানো। সেই স্মৃতি নিয়েই বাঁচতে চায় গোটা পরিবার। তিনি জানান, পরিবারের তরফে একটি গ্রন্থাগারের পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সালাউদ্দিন আহমেদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪