ঢাকা: ভারতের ১৬তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৪ জুন। আট দিনব্যাপী প্রথম অধিবেশন শেষ হবে ১১ জুন।
সংসদ বিষয়ক মন্ত্রী ভেনকাইয়া নাইডুর বরাত দিয়ে বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
অধিবেশনের প্রথম দু’দিন (৪ ও ৫ জুন) নবনির্বাচিত মন্ত্রীরা শপথ নিবেন। তৃতীয় দিন ৬ জুন স্পিকার নির্বাচিত করা হবে। ৯ জুন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বক্তব্য রাখবেন।
এদিকে, মন্ত্রীরা আগামী একশ দিন কী করবেন সে বিষয়ে কার্যতালিকা তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ২৬ মে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। মন্ত্রিসভায় রয়েছেন ৪৫ জন সদস্য।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ২৯, ২০১৪