ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গুজরাটের বারাদোরার আসনটি ছেড়ে দিয়ে উত্তর প্রদেশের বারানসীর আসনটি রাখছেন।
বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিজেপির ঘনিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে, লোকসভার স্পিকার নিয়ম অনুযায়ী এ ব্যাপারে নির্বাচন কমিশনকে পরবর্তী পদক্ষেপ নিতে বলবেন।
মোদী ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পর গত ২৬ মে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন।
তিনি ষোড়শ লোকসভা নির্বাচনে বারাদোরা ও বারানসী আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র নগরী হিসাবে পরিচিত বারানসী আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ভারতীয় রাজনীতির ‘চমক’ আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিয়াল।
লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭১টি আসনে জয় পায় বিজেপি। অপরদিকে গুজরাটের ২৬টি আসনের সবকিটিতেই জয় পায় বিজেপি।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ২৯, ২০১৪