ঢাকা: ভারতে সদ্য সমাপ্ত ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে মোদী ক্রেজে ক্ষমতাসীন হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নির্বাচন ঘোষনার পর থেকে গত এক বছর যাবত ভারত ভাসছিল মোদী জ্বরে।
ক্ষমতাসীন দল কংগ্রেস হটিয়ে দেওয়ার এই নায়ক স্কুল পাঠ্যে তাঁর জীবনী অন্তর্ভুক্ত হোক, তা চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেননা বিজেপি শাসিত কয়েকটি রাজ্য প্রাথমিক ও উচ্চ শিক্ষায় মোদীর জীবনীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়টি জানার ঘোর আপত্তি তুলেছেন নতুন প্রধানমন্ত্রী। মোদী শুক্রবার টুইট করে জানিয়েছেন, তিনি সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন কয়েকটি রাজ্য তাঁর উত্থান কাহিনী পাঠ্য বইয়ে রাখতে চাইছে l কিন্তু একজন জীবিত মানুষের জীবন কাহিনী পাঠ্যক্রমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন মোদী।
নরেন্দ্র দামোদরদাস মোদী আরও লিখেছেন , ভারতকে যাঁরা আজকের ভারত বানিয়েছেন সেইসব মনীষীদের জীবনী পাঠ্যে থাকা দরকার। যুব সমাজকে এই মহান ব্যক্তিদের কথা জানাতে হবে, যাতে ভবিষ্যতে তাঁদের আদর্শ করে জীবনে এগিয়ে চলতে পারে তারা।
মিডিয়া জানিয়েছিল মোদীর নিজ রাজ্যের গুজরাট শিক্ষা দফতর ঘোষণা দিয়েছিল, রাজ্য সরকারের অনুমতি পেলে প্রাথমিক ও উঁচু ক্লাসে মোদীর জীবনীকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করবে।
অবশ্য এরআগে মধ্যপ্রদেশ ও রাজস্থান মোদীর জীবনী স্কুলপাঠ্যে রাখার কথা ঘোষণা করেছিল।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ৩০, ২০১৪