ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাকিবদের ‘বীরত্বের সম্মান’ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ২, ২০১৪
সাকিবদের ‘বীরত্বের সম্মান’ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতাঃ ‘বীরত্বের সম্মান’ এ সম্মানিত হতে চলেছে কেকেআর। আইপিএল ফাইনাল জেতার জন্য মঙ্গলবার তাদের এই সম্মান প্রদান করা হবে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



পশ্চিমবঙ্গ সরকার এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(সিএবি) যৌথভাবে এই সম্মান প্রদান করবে।

শাহরুখ খানের বিশেষ অনুরোধে কেকেআর–এর সঙ্গে যোগ দেবার জন্য উত্তরবঙ্গ সফর থেকে বিরতি নিয়ে সোমবার রাতেই কলকাতা ফিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারই তিনি উত্তরবঙ্গ সফরে রওনা দিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করেই বিশেষ বিমানে আবার তিনি উত্তরবঙ্গে ফিরে যাবেন।

সিএবি সূত্রের খবর ‘বীরত্বের সম্মান’–এর পরিকল্পনা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে। গোটা অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। প্রবেশ অবাধ করে দেওয়া হবে ইডেন গার্ডেন স্টেডিয়ামে।

জানা গেছে মুখ্যমন্ত্রী ছাড়াও এ দিন হাজির থাকবেন রাজ্যপাল কে আর নারায়নন সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। হাজির থাকার কথা গোটা টলিউডের নায়ক, নায়িকা এবং অভিনেতা অভিনেত্রীদের।

আগামীকাল একই অনুষ্ঠানে সম্মানিত করা হবে পশ্চিমবাংলার ঘরের ছেলে আইপিএল ফাইনালে শতরান করা ঋদ্ধিমান সাহাকে।

 

** কলকাতা নাইট রাই‍ডার্সকে সংবর্ধনা দেবে পশ্চিমবঙ্গ সরকার

 

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ০২ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।