কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশ, ভুটান ও নেপাল পর্যন্ত একটি রাস্তা নির্মাণের পরিকল্পনার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার দক্ষিণবঙ্গ সফরে গিয়ে এ কথা জানান।
দক্ষিণবঙ্গের প্রশাসনিক ভবন কাঞ্চনকন্যাতে এক প্রশাসনিক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দেন। শিলিগুড়ি থেকে এই রাস্তার পরিকল্পনা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, তিনটি দেশকে জুড়বে এই সড়ক পথ। এই পরিকল্পনা রূপায়নে ১৪০০ কোটি রুপি খরচ হবে।
তিনি জানান, এই সড়কের ফলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে তাই নয়, ব্যবসা-বাণিজ্যের দিকেও যথেষ্ট উন্নতি হবে।
সোমবার রাতেই মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে আসেন। আবার মঙ্গলবার তিনি উত্তরবঙ্গে যাবেন বলে সংশ্লিষ্ট জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুন ৩, ২০১৪