ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুন ৫, ২০১৪
কলকাতায় পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস

কলকাতা: বিশ্বের অন্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে কলকাতায়ও পালিত হচ্ছে বিশ্ব বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সচেতনতা বাড়াতে কলকাতা পুরসভার উদ্যোগে একটি সুজ্জজিত ট্যাবলো –এর উদ্বোধন করলেন টলিউডেড় নায়ক হিরণ এবং অভিনেত্রী সায়নী দত্ত।



বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়, এই সুসজ্জিত ট্যাবলো সারা কলকাতা পরিভ্রমণ করে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলবে।

এই প্রসঙ্গে হিরণ বলেন, প্রতিটি মানুষের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। তিনি আরো জানান, শিশুদের ক্ষেত্রে বিদ্যালয় স্তর থেকে এই সচেতনতা বড়ানো দরকার।

অভিনেত্রী সায়নী দত্ত বলেন, পরিবেশ সচেতনতা সম্পর্কে কাজ করতে পেরে তিনি খুবই আনন্দিত।

হিরণ এবং সায়নী দত্ত পতাকা নেড়ে ট্যাবলো গুলির যাত্রা শুরু করান ।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।