কলকাতা: কলকাতায় বিশ্ব পরিবেশ দিবস পালন করল ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার তরফে কলকাতার বালিগঞ্জে সেনাবাহিনী ক্যাম্পে বৃক্ষ রোপণ করা হয়।
ভারতীয় গাড়ি নির্মাণ সংস্থা টাটা মোটরস এবং ভারতীয় সেনা বাহিনীর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এই বৃক্ষ রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে গোটা দিন ধরে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
এর মধ্যে শিশুদের দিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা কলকাতার হৃদপিণ্ড বলে পরিচিত কলকাতা ময়দানের সবুজ রক্ষার দায়িত্ব পালন করে।
সেনাবাহিনীর তরফে জানানো হয় তারা আগামী দিনেও ময়দানের সবুজ রক্ষার কাজ করে যাবে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ০৫ , ২০১৪